Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

৭দিনে গ্রাফিক ডিজাইনার হওয়ার গোপন ট্রিক

 


আশা করি আপনি এলরেডি ডিজাইন বেসিক জানে,এখন এক্সপার্ট হতে চান ৭দিনে তাইলে চলুন শুরু করা যাক

Day 01: প্রথম দিন ঘুম থেকে উঠে নাস্তা করে নিন,আস্তে ধীরে পিসিতে বসুন ,তারপর আপনার পিসিতে থাকা নোট-প্যাড ওপেন করুন ,তারপর সিদ্ধান্ত নিন আপনি কোন ক্যাটাগরিতে এক্সপার্ট হতে চাচ্ছেন , প্রিন্ট বা টেমপ্লেট ডিজাইন করবেন , নাকি ইল্যাস্ট্রেশন বা ভেক্টর অর্টা নাকি ওর্নামেন্ট ডিজাইন ইত্যাদি, প্রথম দিন আপনার কাজ থাকবে আপনার মেইন গোল সেট করা ,আসলে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন ,সেট করার পর সেটা নোট-প্যাড এ লিখুন এবং সেই ক্যাটাগরিতে কত ধরনের কাজ আছে সেটি খুজে একটা লিস্ট করুন
Day 02: এই দিনে সবার প্রথমে আপনার মন মেজাজ একদম ঠিক করে তারপর পিসিতে বসুন,গতকালের নোট প্যাড বের করুন এবং আপনার লিস্ট করা সেই ক্যাটাগরির কাজ গুলো অনলাইন এ খোজা শুরু করুন ,২য় দিনে আপনার কাজ আপনার লিস্ট এ করা যত ধরনের স্টাইল বা ডিজাইন আছে সেইগুলোর বেস্ট ইন্সফারিয়ং ডিজাইন খুজে বের করে সেটা একটা নিদিষ্ট ফোল্ডারে এ সেভ করে রাখুন ,মিনিমাম প্রতি স্টাইলের জন্য ১০টা তাইলে আপনার ক্যাটাগরিতে ৫ধরনের কাজ থাকলে ৫০টা ডিজাইন সেভ করুন
Day 03: এই দিনের শুরুতে আপনি আপনার সেভ করা বিভিন্ন স্টাইল থেকে যেই কোন একটা স্টাইল সিলেক্ট করুন তারপর সেই স্টাইল নিয়ে রিসার্চ শুরু করুন,তারপর এই ডিজাইন এ কোন কোন কাজটা আপনি এখনো পারেন না বা পারফেক্ট হয় না সেটি খুজে বের করুন এবং নোট প্যাড এ লিখে রাখুন এইভাবে মিনিমাম ১০টা ডিজাইন চেক করে সেটা লিস্ট করে সেভ করে রাখুন
Day 04: এই দিনের শুরুতে লিস্ট করে রাখা সম্যা গুলো একটা একটা বের করুন এবং সেটা ইউটিউব এবং গুগুল এ সার্স করুন সার্স করে বেস্ট আর্টিকেল এবং ইউটিউব ভিডিও গুলো আপনার নতুন নোট প্যাডে এ লিস্ট করে রাখুন,এইভাবে সব সম্যার জন্য মিনিয়াম ১টা ইউটিউব ১টা ব্লগ বা আর্টিকেল সেভ করে রাখুন
Day 05: এইদিনে আপনি আপনার ক্যাটাগরিতে যারা বেস্ট কাজ করে গুগুল সার্স করে তাদের প্রোফাইল ওয়েব সাইট লিংক ফেসুবক ,ইস্ট্রা আইডী খুজে বের করুন এবং তাদের ফলো করে রাখুন
Day 06: এই দিনে যারা কাজ শুরু করেছে তাদের খুজে বের করুন এবং তাদের সাথে ফেবু বা ইস্ট্রা তে এড হয় নিন ,তাদের কাজ গুলো লক্ষ্য রাখুন এবং যখন কোন স্টাইল বা কাজ নতুন মনে হবে তাদের সাথে কমিউনিকেশন করে সেই স্টাইল শিখার চেস্টা করুন অথবা ইউটিউব সার্স করে সেটা খুজে লিস্ট করে রাখুন
Day 07: এইদিনে আপনি প্রস্তুতু করে নিন নিজেকে স্ট্রং ভাবে এবং আপনার কাজ রিভিউ করবে এমন একজন ইন্ট্রাক্টকর অথবা এক্টিভ খুজে বের করুন ,তারপর সব হতাশা টেনশন বাদ দিয়ে একটা ঘুম দিন
এইবার 7 দিনে আপনি একজন এক্সপার্ট ডিজাইনার হওয়ার সব যন্ত্রপাতি প্রস্তুতু করে ফেলেছেন ,এখন কাজ হচ্ছে প্রথম দিন থেকে যা যা লিস্ট করেছেন প্রতিটা কাজ আগামী ৫/৬মাস প্রচুর প্র্যাক্টিস করুন,ভুল খুজে বের করুন ,ডিজাইন রিভিউ করান ,নিজে নিজে চেস্টা করুন ,প্রচুর পরিমান রিসার্চ এবং আপডেট থাকার চেস্টা করুন ,তাদের ফলো করে রেখেছেন,তাদের ডিজাইন নিয়ে রিসার্চ করুন ,তাদের থেকে বেস্ট আউটপুর বের করার চেস্টা করুন ,ইনশা-আল্লাহ আপনি একদিন অনেক ভালো এক্সপার্ট ডিজাইনার হয়ে উঠবেন

Post a Comment

0 Comments